শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

তালায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার তালায় নদীতে মাছ ধরার সময় বিষধর সাপের কামড়ে মোঃ জাহাঙ্গীর হোসেন (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে রোববার সকালে কুমিরা এলকার কপোতাক্ষ নদে মাছ ধরার সময় বিষাক্ত সাপ কামড় দেয় তাকে।

জাহাঙ্গীর হোসেন সাতক্ষীরার তালা উপজেলার দাদপুর গ্রামের শাহাজান গাজীর ছেলে।

মৃতের মামা হায়দার আলী জানান, সকালে কপোতাক্ষ নদে জাল দিয়ে মাছ ধরার সময় ভাগ্নে জাহাঙ্গীরকে সাপে কামড়ায়। ওই সময় তাকে নিয়ে সাতক্ষীরা সদর হাসাপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

কুমিরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ মফিদুল ইতিহাস ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন