খুলনা, বাংলাদেশ | ১৭ পৌষ, ১৪৩১ | ১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  প্রতিবছর বই উৎসবের নামে আর্থিক অপচয়রোধে এখন থেকে অনলাইনে বই উৎসবের সিদ্ধান্ত, ৪১ কোটির মধ্যে ছয় কোটি বই স্কুলগুলোতে পাঠানো হয়েছে, বাকিগুলো ২০ জানুয়ারির মধ্যে দেওয়া হবে : এনসিটিবি চেয়ারম্যান
  জয়পুরহাটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জামায়াত নেতা নিহত

সাতক্ষীরায় বজ্রপাতে মৎস্যচাষী নিহত

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার দেবহাটা মৎস্যঘেরে যাওয়ার পথে আবুল কাশেম (৪০) নামের এক মৎস্যচাষী বজ্রপাতে নিহত হয়েছে। সোমবার (১৬ই সেপ্টেম্বর) দুপুর ২ টার দিকে বাড়ি থেকে মৎসঘেরে যাওয়ার পথে উপজেলার পাঁচপোতা গ্রামে এ দূর্ঘটনা ঘটে।

নিহত মৎস্যচাষি মোঃ আবুল কাশেম (৪০) সাতক্ষীরার দেবহাটা উপজেলার পাঁচপোতা গ্রামের মৃত মোঃ বাবুর আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় রমজান আলী জানান, আমি পাঁচপোতা গ্রামের একটি খালে মাছ ধরছিলাম। এসময় বেলা ২টার দিকে আবুল কাশেমকে দ্রুত আমার পাশ কাটিয়ে তার ঘেরের দিকে যেতে দেখি। ঘেরের কাছাকাছি পৌঁছালে আকর্ষিক বজ্রপাত হলে সে মাটিতে লুটিয়ে পড়ে। দুর থেকে ধোয়া মতো উড়তে দেখে আমি সাথে সাথে আশে পাশের লোকজনকে বিষয়টি জানাই। পরে ঘটনাস্থলে গিয়ে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে তার বাড়িতে খবর দেই। এসময় তাকে উদ্ধার করে চিকিৎসায় জন্য নিয়ে যাওয়ার পথে সে মারা যায়।

দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইদ্রিসুজ্জামান জানান, বজ্রপাতে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!