সাতক্ষীরা সীমান্তে ১টি বিদেশী পিস্তল, ৩ রাউন্ড গুলি ও ১ কেজি ৯৯৫ গ্রাম ওজনের রূপার গহনা সহ দুষ্কৃতকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা। শুক্রবার (২৩ আগস্ট) ভোররাত পৌনে ২টার দিকে কলারোয়া উপজেলার দক্ষিন ভাদিয়ালী এলাকা থেকে এই অস্ত্রসহ তাকে আটক করা হয়।
আটক দুষ্কৃতকারীর নাম মো. তরিকুল ইসলাম(৪০)। তিনি সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের দক্ষিন ভাদিয়ালী গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে।
বিজিবি সূত্র জানায়, কলারোয়ার দক্ষিন ভাদিয়ালী এলাকা দিয়ে অস্ত্র-গোলাবারুদ ও রূপার গহনা বাংলাদেশে পাচার হয়ে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালয়নের কাকডাঙ্গা বিওপির নায়েক সুবেদার মো. আবু তাহের পাটোয়ারীর নেতৃত্বে একটি অভিযানিক দল রাতে সেখানে অবস্থান নেয়। এসময় শুক্রবার ভোর রাত পৌনে ২টার দিকে সীমান্তের মেইন পিলার ১৩ এর সাব পিলার ৩ এর রেফারেন্স পিলার ৭ হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিন ভাদিয়ালী এলাকা দিয়ে যাওয়ার সময় মো. আব্দুল গফ্ফার নামের এক ব্যক্তিকে চ্যালেঞ্জ করে বিজিবি সদস্যরা। পরে তাকে আটক করে তল্লাশী চালিয়ে তার কাছে থাকা ব্যাগ থেকে ১টি বিদেশী পিস্তল, (মেইড ইন ইউএসএ) ৩ রাউন্ড গুলি ও ১ কেজি ৯৯৫ গ্রাম ওজনের রূপার গহনা উদ্ধার করে বিজিবি সদস্যরা। এসময় আব্দুল গফ্ফারের অপর সহযোগি দুষ্কৃতকারী দক্ষিণ ভাদিয়ালী গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে মো. আব্দুল গফ্ফার (৪৫) পালিয়ে যায়।
সূত্র আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তথ্য অনুসন্ধানে জানা যায়, আটককৃত আসামি তরিকুল ইসলামের বিরুদ্ধে কলারোয়া থানায় ৪ টি মাদক মামলা এবং পলাতক আসামি আব্দুল গফফারের বিরুদ্ধে ২টি অস্ত্র মামলা রয়েছে।
সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ও পলাতক ব্যাক্তির বিরুদ্ধে কলারোয়া থানায় মামলা দায়ের পূর্বক আটককৃত আসামি ও অস্ত্র-গোলাবারুদ থানায় হস্তান্তর এবং রূপার গহনা সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
খুলনা গেজেট/এএজে