শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

বেনাপোলে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

শার্শা প্রতিনিধি

বেনাপোল পোর্ট থানার ভবারবেড় গ্রামের ট্রেন রাস্তার পাশে অবস্থিত তার নিজ বসত বাড়ি থেকে ৪৫ পিস ইয়াবা সহ শিরিনা খাতুন (৪০) নামে একজন নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে যশোর র‍্যাব সদস্যরা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ২.৩০ মিনিটের সময় তাকে আটক করা হয় । শিরিনা ভবারবেড় গ্রামের মূসা সরদারের স্ত্রী।

যশোর র‌্যাব – ৬ এর কোম্পানি কমান্ডার এম সরোয়ার হুসাইন ৪৫ পিস ইয়াবা সহ একজন নারি মাদক ব্যবসায়ি আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ওই নারী মাদক ব্যবসায়ী তার বাড়িতে ইয়াবা ট্যাবলেট বিক্রি করছে ।এ ধরনের সংবাদের ভিত্তিতে তার বসত বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট সহ হাতেনাতে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবা সহ তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে ।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন