খুলনা, বাংলাদেশ | ২০ পৌষ, ১৪৩১ | ৪ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ৮ ঘণ্টা বন্ধ থাকার পর আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক

সাতক্ষীরায় প্রতিপক্ষের প্রতিহিংসার আগুনে পুড়ে ছাই আবুল হোসেনের বাড়ি

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

প্রতিপক্ষের সহিংসতার আগুনে পুড়ে ছাই হয়েছে সাতক্ষীরা সদর উপজেলার বকচরা গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে আবুল হোসেনের বাড়ি। দুর্র্বৃত্তরা তার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর-লুটপাট ও অগ্নিসংযোগ করে গোয়াল থেকে ২টি গরু এবং বাড়ির পাশে মাছের ঘেরে থাকা ১৯টি ছাগল লুট করে নিয়ে যায়। এছাড়া নগদ টাকা, সোনার গহনা, ব্যাংকের চেক বহিসহ বিভিন্ন জিনিসপত্র লুট করে দুর্বৃত্তরা।

গত ৫ আগস্ট রাতে পুলিশ প্রশাসন না থাকার সুযোগে বকচরা গ্রামের আবুল হোসেনের বাড়িতে এ তান্ডব চালায় প্রতিপক্ষের ২৫/৩০জন।

মোঃ আবুল হোসেন জানান, তিনি একজন কৃষক। মৎস্য চাষ করে তিনি জীবিকা নির্বাহ করেন। একই গ্রামের আব্দুল গফুরের ছেলে সাইদুল ইসলামগংয়ের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ৫ আগস্ট রাতে থানায় পুলিশ প্রশাসন না থাকার সুযোগে হঠাৎ প্রতিপক্ষরা তার বসতবাড়িতে হামলা করে। হামলা চলাকালীন সময়ে আবুল হোসেন প্রাণের ভয়ে ঘরে গিয়ে ঘরের দরজা বন্ধ করে দেয়। এ সময় প্রতিপক্ষরা বাইরে থেকে প্রথমে তার বসত ঘরের থাই গ্লাস ভাঙে ও দরজা কুড়াল দিয়ে কুপিয়ে ভেঙে আবুল হোসেনকে ঘর থেকে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে আসে। বাইরে আনার পরে তাকে লাঠি, রড, হাতুড়ি ইত্যাদি দিয়ে মারতে থাকলে আবুল হোসেনের স্ত্রী তাকে তাদের হাত বাঁচাতে গেলে তাকেও মারপিট করে। এক পর্যায়ে আবুল হোসেন ও তার স্ত্রী জ্ঞান হারিয়ে ফেলেন।

এরপর দুর্বৃত্তরা বসত বাড়ির অন্য ঘরে ঢুকে মাছ বিক্রয়ের ৮০ হাজার নগদ টাকা, প্রয়োজনীয় জমির দলিল ও কাগজপত্র, সহি করা তিন লক্ষ টাকার ১টি চেক, আনুমানিক ৩ভরি সোনার গহনা, ৬টি কম্বল, ২টি ল্যাপটপ, ২টি স্মার্ট ফোন, ২টি মোবাইল ফোন, ২টি পানির সেচ দেওয়া মোটর লুট করে নিয়ে নেয়। এরপর ঘর থেকে বাইরে এসে খাওয়ার ঘর থেকে ভাতের হাড়ি, খাওয়ার টেবিল, হাড়িকুড়ি, গ্যাস সিলেন্ডার ও ফ্রিজ ভাংচুর করে। বাইরে এসে ১টি মোটর সাইকেলসহ ঘর থেকে লুট করে আনা যাবতীয় জমির কাগজপত্র ও ১টি পানির সেচ দেওয়া মোটরে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়। বাইরে থাকা আরও ১টি মোটর সাইকেলসহ একটি টিউবওয়েল খুলে নিয়ে যায়। তাছাড়া গোডাউনে থাকা ১০০বস্তার মতো মাছের খাদ্য ট্রাকে করে তুলে নিয়ে যায় ও গোয়ালে থাকা ২টি গরু এবং বাড়ির পাশে ঘেরে থাকা ১৯টি ছাগল লুট করে লুট করে নিয়ে যায়। এরপর দুর্বৃত্তরা আবুল হোসেনের বাড়িতে তালা মেরে চলে যায়।

পরের দিন ৬ আগস্ট ভোরে এসে দুর্বৃত্তরা আবুল হোসেনের বাড়ির রান্নাঘরসহ গোয়ালঘর ভেঙে মাটির সাথে সমান করে দেয়। বর্তমানে আবুল হোসেন প্রাণের ভয়ে আর বাড়ি ফিরতে পারছন না। তিনি অসুস্থ অবস্থায় অন্য জায়গায় আশ্রয় নিয়েছেন। এ ব্যাপাপরে লুট হওয়া সমস্ত সম্পত্তি ও জিনিসপত্র ফেরত এবং দুর্বৃত্তদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা সদর থানায় অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে প্রতিপক্ষ সাইদুল ইসলামগং পলাতক থাকায় তাদের কারও বক্তব্য পাওয়া যায়নি।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় অভিযোগ জমা হয়েছে। তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!