সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

শ্যামনগরে প্রাইভেট কারের ধাক্কায় যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার শ্যামনগরে প্রাইভেট কারের ধাক্কায় মোফাজ্জেল হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ আগস্ট) বিকালে সাতক্ষীরার সংগ্রাম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে দুপুর ২টার দিকে উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের দাতিনাখালি এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় মারাত্মক আহত হন তিনি।

নিহত মোফাজ্জেল হোসেন শেখ (৩৫) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালীনি ইউনিয়নের চুনা আবাদ চন্ডিপুর গ্রামের কাশেম আলী শেখের ছেলে।

নিহতের ছোট ভাই হাফিজুর জানান, দুপুরে তার ভাই দাতিনাখালিতে রাস্তার পাশে দাড়িয়ে ছিলেন। হঠাৎ নীলডুমুর থেকে আসা একটা প্রাইভেট কার তাকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে তিনি মারাত্মক আহত হন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে সাতক্ষীরার সংগ্রাম হাসপাতালে ভর্তি করলে বিকাল ৫টার দিকে তার মৃত্যু হয়।

এদিকে, স্থানীয়রা জানান, দুর্ঘটনাকবলিত প্রাইভেট কারটি একজন বিজিবি সদস্যের। প্রাইভেট কারটি অদক্ষ চালক দ্বারা রেন্ট-এ-কারে চালানো হয়।

বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সড়ক দর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন