বৃহস্পতিবার । ২৯শে জানুয়ারি, ২০২৬ । ১৫ই মাঘ, ১৪৩২

যশোরে মাদক মামলায় দু’জনের কারাদণ্ড

যশোর প্রতিনিধি

যশোরে মাদক মামলায় দু’জনকে দুই বছর সশ্রম কারাদন্ড ও দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। সোমবার যশোরের স্পেশাল ট্রাইব্যুনাল-৭ এর বিচারক শিমুল কুমার বিশ্বাস এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত আসামিরা হল শার্শা উপজেলার মহিষাডাঙ্গা গ্রামের মৃত জাহান মোড়লের ছেলে আসাদুজ্জামান জসিম ও মোশারফ হোসেন মোড়লের ছেলে আব্দুস সালাম কালু।

মামলা সূত্রে জানা যায়, ২০০৬ সালের ১০ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে যশোর কোতয়ালি থানা পুলিশের তৎকালীন এসআই আমিনুল ইসলাম শহরের চাঁচড়া মাগুরপট্টি সড়কে অভিযান চালান। এ সময় তিনি সেখান থেকে দুটি ট্রাভেল ব্যাগসহ দুই আসামিকে আটক করেন। পরে জসিমের ট্রাভেল ব্যাগে তল্লাশি চালিয়ে ৬৫ বোতল ফেনসিডিল ও কালুর ট্রাভেল ব্যাগ থেকে ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। এ ঘটনায় এসআই আমিনুল ইসলাম আটক দু’জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন। এ মামলার সাক্ষ্য গ্রহণ শেষে এদিন বিচারক রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় আদালতে আসাদুজ্জামান জসিম উপস্থিত ছিলেন। বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ও অপরজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন