বৃহস্পতিবার । ২৯শে জানুয়ারি, ২০২৬ । ১৫ই মাঘ, ১৪৩২

শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি রহিম সাময়িক বহিষ্কার

যশোর প্রতিনিধি

যশোরের শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদারকে সংগঠন পরিপন্থী কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগে সাময়িক বহিষ্কার করা হয়েছে। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরে তার বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সাথে তার বিরুদ্ধে তদন্তের জন্য দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

দলীয় সূত্র জানিয়েছে, গত ৭ অক্টোবর তাকে ছাত্রলীগ থেকে সাময়িক বহিষ্কার করা হয়। বহিষ্কারপত্রে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগের নীতি-আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়ায় তাকে সাময়িক বহিষ্কার করা হলো। একই সাথে ঘটনার অধিকতর তদন্তের স্বার্থে মহিউদ্দিন শিকদার লিপু ও ইন্দ্রনীল দেব শর্মা রনির সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হলো। এই কমিটিকে সুপারিশসহ তদন্ত প্রতিবেদন ছাত্রলীগের কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

 

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন