করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. মহাসিন হোসেন বাবলু (৫৬) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার দিবাগত রাত (১৯ জুলাই) সোয়া ১টার দিকে সাতক্ষীরা শহরের রসুলপুরস্থ নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সাংবাদিক মহাসিন হোসেন বাবলু সাতক্ষীরা সদর উপজেলার দেবনগর গ্রামের মৃত মোঃ মুনসুর আহমেদ সরদারের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, মহাসিন হোসেন বাবলু দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে অক্রান্ত ছিলেন। তার হার্টের সমস্যাও ছিল। বেশ কয়েকদিন আগে তিনি হঠাৎ করে জ্বরে অক্রান্ত হন। সাথে তার গলায় ব্যাথা ও কাশি ছিল। তার বন্ধু বান্ধব ও নিকট আত্মীয়রা তাকে হাসপাতালে ভর্তি হওয়ার কথা বললেও তিনি তা না করে বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছিলেন। শনিবার রাতে হাঠাৎ তার শ্বাসকষ্ট বেড়ে যায়। একপর্যায় রাত সোয়া একটার দিকে তিনি মারা যান।
সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা জয়ন্ত সরকার জানান, মৃতের নমুনা সংগ্রহের সময় অনেক আগেই শেষ হয়ে গেছে। তবে তার বাড়ির অন্যান্য সদস্যদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে।
এদিকে, মরহুম মহসিন বাবলুর মৃত্যুতে সাতক্ষীরার সংবাদকর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে সাংবাদিক মহাসিন হোসেন বাবলু’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। শোক প্রকাশের পাশা পাশি সকলকে করোনা প্রতিরোধে সরকারি স্বাস্থ্য বিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলার আহবান জানিয়েছেন এমপি রবি।
খুলনা গেজেট/ এআইএন / এমএম