বৃহস্পতিবার । ২৯শে জানুয়ারি, ২০২৬ । ১৫ই মাঘ, ১৪৩২

যশোরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

যশোর প্রতিনিধি

যশোর শহরের ঘোপ পিলু খান সড়কে বিদ্যুৎস্পৃষ্টে এক নির্মাণ শ্রমিক মারা গেছে। রোববার সকাল সাড়ে দশটার দিকে সৈয়দা ফারজানা পারভিনের নির্মাণাধীন তিনতলা বাড়িতে কাজ করার সময় এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহত রাকিব উদ্দিন মোল্লা (৩০) চৌগাছা উপজেলার ফুলসারা গ্রামের রাইচ উদ্দিন মোল্লার ছেলে।

ভবনে কাজ করা নির্মাণ শ্রমিক রাজন আহম্মেদ, মোহাম্মদ টিপু, মোহাম্মদ বাবু ও আলতাফ হোসেন জানান, এদিন সকালে তারা তিনতলা ওই ভবনের পলেস্তারার কাজের জন্য বাঁশ দিয়ে বানানো চওড়া মই দেয়ালে বাধছিলেন। এমন সময় তারা দেখতে পান একটি বাঁশ পাশের বৈদ্যুতিক লাইনের উপর পড়ে রাকিব বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছটফট করছে। তারা রাকিবকে দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কয়েক মিনিটের মধ্যে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

যশোর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত ডাক্তার শাহিনুর রহমান সোহান তার মৃত্যু নিশ্চিত করে জানান, ঘটনাস্থলেই রাকিবের মৃত্যু হয়েছে।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন