খুলনা, বাংলাদেশ | ২৪ পৌষ, ১৪৩১ | ৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

  উড্ডয়ন করেছে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স
  রাজধানীতে পঙ্গু হাসপাতালে আগুন
  গুম ও জুলাই গণহত্যায় জড়িত ৯৭ জনের পাসপোর্ট বাতিল
  ট্রাভেল ডকুমেন্ট নিয়ে ভারতে আছেন শেখ হাসিনা, ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং

মেধাবী আমেনার বিশ্ববিদ্যালয় ভর্তি স্বপ্নপূরণে এগিয়ে এলেন প্রবাসী শওকত আজাদ

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

আর্থিকভাবে অসহায় ও দরিদ্র্র পরিবারের মেধাবী সন্তান আমেনার বিশ্ববিদ্যালয় ভর্তির স্বপ্ন পূরণে এগিয়ে এলেন যুক্তরাজ্যের সশস্ত্রবাহিনীর সাবেক সেনা সদস্য ইংল্যান্ড প্রবাসী ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান মাহমুদ শওকত আজাদ। সব চিন্তা দূর করে আমেনা খাতুনকে বিশ^বিদ্যালয়ে ভর্তির সুযোগ করে দিলেন তিনি। আমেনা খাতুনের ভর্তির জন্য ২০ হাজার টাকা পাঠিয়ে দেন তিনি।

বুধবার (১২ জুন) সকালে তালা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালায়ে নির্বাহী অফিসার আফিয়া শারমিন মেধাবী ছাত্রী আমেনা খাতুনের হাতে ২০ হাজার টাকা তুলে দেন। এ সময় তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, আমেনা খাতুনের পিতা কুদ্দুস আলী সরদার, মাতা মর্জিনা খাতুন, গাজী জাহিদুর রহমান, সেলিম হায়দার ও শাহিন আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

‘সুযোগ পেয়েও টাকার অভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছেন না সাতক্ষীরার তালা উপজেলার আমেনা খাতুন’ একটি পত্রিকার অনলাইনে প্রকাশিত খবরের মাধ্যমে বিষয়টি জানতে পেরে তার ভর্তির জন্য এগিয়ে আসেন ইংল্যান্ড প্রবাসী মাহমুদ শওকত আজাদ। তিনি আমেনার খাতুনের ভর্তির জন্য ২০ হাজার টাকা তালা উপজেলা নির্বাহী অফিসারের কাছে পাঠিয়ে দেন।

এদিকে আমেনা খাতুন জানান, আমি এসএসসি ও এইচএসসি পরীক্ষায় পরীক্ষায় ‘এ প্লাস’ পেয়ে উত্তীর্ণ হয়েছি। বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েও বাবার পক্ষে ভর্তির টাকা জোগাড় করা সম্ভব হচ্ছিল না। ইংল্যান্ড প্রবাসী মাহমুদ শওকত আজাদসহ যারা আমাকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য সাহায্যোর হাত বাড়িয়ে দিয়েছেন আমি তাদের সবার কাছে কৃতজ্ঞ।

আমেনা খাতুনের পিতা কুদ্দুস আলী সরদার বলেন, গণমাধ্যমের খবর দেখে ইংল্যান্ড প্রবাসী মাহমুদ শওকত আজাদ আমার মেয়ের ভর্তির জন্য এগিয়ে এসেছেন। আমি তার কাছে কৃতজ্ঞ।

ইংল্যান্ড প্রবাসী মাহমুদ শওকত আজাদ বলেন, ‘মেধাবীরা আমাদের রাষ্ট্রের সম্পদ। সমাজের সকল বিত্তশালী মানুষেরা যদি এভাবে এগিয়ে আসেন তাহলে আমাদের বাংলাদেশ এ কোনো মেধা অবহেলিত হবে না। এতে শুধুই একটি মেধাকে ক্ষয়ে যাওয়া থেকে রক্ষা করা নয় বরং আগামীদিনে বিশ্বের মানচিত্রে একটি শক্তিশালী এবং সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠত করা।’ এ সময় তিনি আমেনা খাতুনের মতো দেশের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে চান বলে আশাবাদ ব্যক্ত করেন।

তালা উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন মেধাবী আমেনার জন্য মানবতার ডাকে এগিয়ে আসা ইংল্যান্ড প্রবাসী মাহমুদ শওকত আজাদকে ধন্যবাদ জানান। এ সময় তিনি আমেনা খাতুনের পাশে থাকার প্রতিশ্রুতি প্রদান করেন।

 

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!