সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্টে যুবদল নেতার মৃত্যু

নিজস্ব প্রতি‌বেদক, সাতক্ষীরা

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুস সাত্তার সরদার (৩৫) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। সোমবার (১০ জুন) ভোরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের কদমতলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত যুবদল নেতা আব্দুস সাত্তার সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের কদমতলা গ্রামের সামাদ সরদারের ছেলে। তিনি মুন্সিগঞ্জ ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

স্থানীয়রা জানান, ভোরে নিজের বাড়িতে বৈদ্যুতিক মোটরের কাজ করছিলেন আব্দুস সাত্তার। এ সময় হঠাৎ তিনি বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান তিনি।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন