শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

কালিগঞ্জে ৪০ বোতল ফেন্সিডিলসহ যুবক আটক

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার কালিগঞ্জে ৪০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ শহিদ কারিকর (৩২) নামে একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার শিবপুর এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত শহিদ কারিকর কালিগঞ্জ উপজেলার তনপুর ইউনিয়নের শিবপুর গ্রামের আজবাহার কারিকরের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক রাসেল মাহমুদের নেতৃত্বে পুলিশ উপজেলার শিবপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় সেখান থেকে ৪০ বোতল ফেন্সিডিলসহ শহিদ কারিকরকে আটক করা হয়। এ ব্যাপারে কালিগঞ্জ থানায় মামলা হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন