সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

তালায় বাল্যবিবাহ উপর নিষেধাজ্ঞা আরোপ

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের হাজরাকাটী গ্রামের ৯ম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন। সোমবার (৩ জুন) উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে বাল্যবিবাহে নিষেধাজ্ঞায় মোচেলকা গ্রহণ করা হয়। এ সময় অপ্রাপ্ত বয়স্ক ওই মেয়েকে তার পিতা-মাতার কাছে তুলে দেয়া হয়।

তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, কিছুদিন পূর্বে আটারই জেয়ালা নলতা হাজরাকাটী (এজেএইচ) বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেণির এক ছাত্রীর খুলনার ফুলতলা এলাকার এক যুবকের সাথে বাল্যবিবাহ অনুষ্ঠিত হবে। এ খবর জানতে পেরে সেখানে হাজির হন তালা থানা পুলিশের একটি টীমসহ মহিলা বিষয়ক কার্যালয়ের স্টাফবৃন্দ। তখন তারা বিয়ের ব্যাপারটি অস্বীকার করে। পরবর্তীতে তারা বাল্যবিবাহের বিষয়টি জানতে পারেন।

এ ঘটনায় সোমবার তাদেরকে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে হাজির করা হয়। এ সময় উভয় পক্ষের কাছ থেকে পক্ষ বাল্যবিবাহে নিষেধাজ্ঞায় মোচেলকা গ্রহণ করা হয় এবং ওই মেয়েকে তার পিতা-মাতার কাছে তুলে দেয়া হয়।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন