শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

বেনাপোল থেকে ৯টি বিদেশি পিস্তল ও ৪৯ রাউন্ড গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

র‌্যাব-৬ এর সদস্যরা যশোরের বেনাপোলের পুটখালী এলাকা থেকে ৯টি বিদেশী পিস্তল, বিপুল পরিমাণ গোলাবারুদসহ একজনকে গ্রেফতার করেছে। গ্রেপ্তারকৃত নাম হাবিবুর রহমান বিশ্বাস (৩৯)। সে পুটখালীর মৃত্যু কোরবান আলী বিশ্বাসের ছেলে।  শুক্রবার বিকেল সোয়া চারটার দিকে র‌্যাব-৬ সদর দপ্তরে আয়োাজিত এক প্রেস ব্রিফিংয়ে র‌্যাব-৬ এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রওশনুল ফিরোজ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২৯ অক্টোবর দিনগত রাত সাড়ে ১১টার দিকে পুটখালী থেকে হাবিবুরকে আটক করা হয়। এরপর তার কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ৩০ অক্টোবর ভোর রাতে হাবিবুর এর পুটখালির নিজ বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার বাড়ির রান্না ঘরে থাকা ড্রামের ভেতর থেকে ২টি প্যাকেটে রাখা ৯টি বিদেশি পিস্তল, ১৯টি ম্যাগজিন, ৪৯ রাউন্ড গুলি ও ১টি মোবাইল সেট উদ্ধার করা হয়। তিনি জানান, দেশের বিভিন্ন স্থানে এ অস্ত্রগুলো সন্ত্রাসীদের কাছে পাঠানোর উদ্দেশ্যে হাবিবুর মজুদ করেছিল বলে স্বীকার করেছে।

খুলনা গেজেট/এমবিএইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন