সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

কালিগঞ্জে গলায় ফাঁস লাগিয়ে শ্রমিকের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার কালিগঞ্জে গামছার সাহায্যে গলায় ফাঁস দিয়ে মিজানুর রহমান (৬২) নামে এক শ্রমিক আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (১৬ মে) ভোররাত দেড়টার দিকে উপজেলার চাম্পাফুল ইউনিয়নের দক্ষিণ বালাপোতা গ্রামে এ ঘটনা ঘটে।

আত্মহননকারী মিজানুর রহমান সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বালাপোতা গ্রামের মৃত বাবুল উদ্দীনের ছেলে।

মিজানুর রহমানের স্ত্রী মর্জিনা বেগম (৪৮) জানান, তার স্বামী রাতের খাবার খেয়ে ঘরের বারান্দায় ছেলে খায়রুল ইসলামের সাথে ঘুমাতে যান। গভীর রাতে পিতাকে দীর্ঘক্ষণ পাশে দেখতে না পেয়ে খোঁজাখুজির এক পর্যায়ে বাড়ির পাশে একটি নিমগাছের ডালে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পাই।

প্রতিবেশীদের সহায়তায় গাছের ডাল থেকে নামিয়ে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তার স্বামীকে মৃত ঘোষণা করেন। তবে তার স্বামী কী কারণে আত্মহত্যা করেছেন তা তিনি নিশ্চিত করতে পারেননি। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন