সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

শ্যামনগরে সেচ পাম্পের তারে জড়িয়ে এক যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার শ্যামনগরে সেচপাম্পের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল হাকিম (২৪) নামে এক মোটরসাইকেল চালক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১২ মে) বেলা সাড়ে ১১ টার দিকে শ্যামনগর পৌরসভার কাঁঠালবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল হাকিম সাতক্ষীরার শ্যামনগর পৌরসভার কাঠালবাড়িয়া গ্রামের আব্দুস সুবাহানের ছেলে। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে আব্দুল হাকিম শ্যামনগর উপজেলার কাঠালবাড়িয়া গ্রামে বাড়ির পুকুরে মাছ ধরার জন্য পাম্পের মাধ্যমে পানি সেচ দিচ্ছিলেন। সেচ দেওয়া শেষে গোছানোর সময় বৈদ্যুতিক তারে জড়িয়ে সিটকে বাড়ির পাকা দেয়ালে ধাক্কা খান তিনি। এতে তার মাথায় আঘাত লাগে। তাৎক্ষণিক প্রতিবেশীরা উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, বিষয়টি শুনেছি। খোঁজ নিয়ে দেখছি।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন