মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

ভোমরা এলাকা হতে ২৩০০ পিচ ইয়াবা জব্দ : গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় র‍্যাবের অভিযানের ২৩০০ পিচ ইয়াবাসহ ২ মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা এলাকা থেকে ইয়াবাসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো, সাতক্ষীরা সদর উপজেলার নবাতকাটি গ্রামের সোলেমান সরদারের ছেলে মোঃ ফারুক হোসেন (৪২) ও ডাকাত পোতা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে মোঃ ইউসুফ হোসেন (২৩)।

র‍্যাব সূত্র জানায়, সিপিসি-১, র‌্যাব-৬ (সাতক্ষীরা ক্যাম্প) এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের নবাতকাটি গ্রামের মোঃ ফারুক হোসেনের বসতবাড়িতে কতিপয় ব্যক্তি নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয় বিক্রির করার উদ্দেশ্যে মজুদ করেছে।  সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর ১২ টার সময় ওই বাড়িতে অভিযান পরিচালনা করে

ফারুক হোসেন ও ইউসুফ হোসেনকে গ্রেপ্তার করে র‍্যাব সদস্যরা । এ সময় তাদের হেফাজত হতে ২৩০০ পিচ ইয়াবা ট্যাবলেট ও বিভিন্ন নামীয় ১০টি জাতীয় পরিচয় পত্র উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামী মোঃ ফারুক হোসেন ও মোঃ ইউসুফ হোসেনকে প্রাথমিক জিঙ্গাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবত মাদক ক্রয়-বিক্রির সাথে জড়িত। তাদের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হইয়াছে।

পরবর্তীতে  উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদ্বয়কে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন