শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ডে খাদ্য সামগ্রী বিতরণ

সাতক্ষীরা প্রতিনিধি

শারদীয় দুর্গা পূজা উপলক্ষে সাতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ডের অসহায় হিন্দু সম্প্রদায়ের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টায় সাতক্ষীরা টেনিস ক্লাব মাঠে পৌরসভার ৯নং ওয়ার্ডের ৭৬টি পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

পৌর কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে এসব খাদ্য সমাগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অলোক কুমার তরফদার, সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত বিশ্বাস, জেলা মন্দির কমিটির উপদেষ্টা ডা. সুশান্ত ঘোষ, পলাশপোল পূজা মন্দির কমিটির সভাপতি সম্ভু কুমার দে, সাতক্ষীরা সেলুন মালিক সমিতির সভাপতি সুবল বিশ্বাস প্রমুখ। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল প্যাকেট ময়দা, চিনি, সুজি, ছোলার ডাল ও গরম মসল্যা।

পৌর কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর বলেন, ‘শারদীয় দূর্গোৎসব সবার মাঝে সম্প্রীতি ও সৌহাদ্যের বন্ধনকে আরো সুসংহত করার লক্ষে আমি অসহায় মানুষের সাথে সকল উৎসবের আনন্দ ভাগা ভাগি করে নেয়ার চেষ্টা করি। এ জন্য প্রতিবছর দুর্গা পূজায় নিজস্ব অর্থায়ণে ব্যক্তিগতভাবে সনাতন ধর্মালম্বী পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করে থাকি। ধর্মীয় অনুষ্ঠানাদি মানুষের মাঝে পারস্পরিক সহমর্মিতা ও ঐক্য সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন