মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণা, আটক ১

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে শফিকুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। শনিবার (২০ জানুয়ারি) সাতক্ষীরা সদর উপজেলার বেতলা গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটক শফিকুল ইসলাম সাতক্ষীরার দেবহাটা উপজেলার সেকেন্দার গ্রামের বাবর আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক দিন ধরে কয়েকজন ব্যক্তি এলাকায় ডিবি পুলিশ পরিচয় দিয়ে চাঁদা আদায় করে আসছিল। দুটি মোটরসাইকেল যোগে ঘুরে ঘুরে তারা এলাকার মানুষকে হয়রানি করে। ঘটনাটি জানার পর গ্রামের মানুষ তাদের বিষয়ে সতর্ক হয়ে যায়। শনিবার পুনরায় তারা ৩-৪ জন গ্রামে ঢোকে। এ সময় এলাকাবাসী শফিকুল ইসলাম নামে একজনকে আটক করতে সক্ষম হলেও বাকিরা পালিয়ে যায়।

এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিদুল ইসলাম জানান, শফিকুল ইসলামের বিরুদ্ধে এলাকায় ডিবি পুলিশের দারাগো পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। তাকে গ্রামবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খুলনা গেজেট/ এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন