খুলনা, বাংলাদেশ | ২ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৭ নভেম্বর, ২০২৪

Breaking News

  দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানের দুই দিনের রিমান্ড মঞ্জুর
  সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস
  দুর্নীতি ও আমলাতন্ত্র দেশে ব্যবসায় পরিবেশ নিশ্চিতের অন্যতম বাধা : সিপিডি
  সাবেক স্পিকার শিরীন শারমিন ও তার স্বামীর পাসপোর্টের আবেদন স্থগিত

যশোরে পৃথক মাদক মামলায় চারজনের কারাদণ্ড

যশোর প্রতিনিধি

যশোরে পৃথক দুটি মাদক মামলায় চার জনের পৃথক মেয়াদে কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার স্পেশাল ট্রাইবুন্যাল-৫ এর বিচারক আসিফ ইকবাল এ রায় দেন।

২৮ বোতল ফেনসিডিলসহ আটক হওয়া শার্শা উপজেলার কাশিপুর গ্রামের মোস্তফার ছেলে নাসির উদ্দিনকে (পলাতক) চার বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন আদালত। ২০১০ সালের ২৮ অক্টোবর পুলিশ নাসিরের বাড়ি তল্লাশি করে খাটের নিচে থেকে ২৮ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ ঘটনায় শার্শা থানার এএসআই আজিজুল হক বাদী হয়ে মামলা করেন।

এছাড়া একই আদালত পৃথক আরেকটি মাদক মামলায় তিন আসামির দুইবছর করে সশ্রম কারাদন্ড ও তিন হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন। আসামিরা হলেন বেনাপোল কাগজপুকুর দক্ষিণপাড়ার হানেফ মোল্লার ছেলে বাবু, দিঘীরপাড় এলাকার বদর উদ্দিনের ছেলে বুলবুল ও ফরিদপুর সদর উপজেলার চৌধুরী কান্দা গ্রামের ওয়াদুদ মিয়ার ছেলে নিয়ামুল মিয়া (পলাতক)।

এর আগে ২০০৯ সালের ৮ জানুয়ারি যশোর সদর উপজেলার দেয়াড়া গ্রামের রাস্তার উপর থেকে ওই তিনজনকে পুলিশ আটক করে। এসময় তাদের কাছ থেকে ১৯ বোতল ফেনসিডিল উদ্ধার হয়। এ ঘটনায় কোতোয়ালি থানার এসআই শাহ জালাল কোতোয়ালি থানায় মামলা করেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!