বুধবার (০৮ নভেম্বর ২০২৩) , বুধবার, সময়- বিকাল ৪.০০ ঘটিকা । গতকাল বিকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানে পাট শিল্পে বিশেষ অবদান রাখায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি আকিজ গ্রুপের চেয়ারম্যান জনাব সেখ নাসির উদ্দিন (সিআইপি) এর হাতে ২০২০-২০২১ এর “জাতীয় রপ্তানি ট্রফি (স্বর্ণ)” তুলে দেন । বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এফবিসিসি আইয়ের সভাপতি মাহবুবুল আলম । অনুষ্ঠানে জানানো হয় প্রতিযোগিতাপূর্ণ ও পরিবর্তনশীল বিশ বাজারে বাংলাদেশে পাট পণ্যের বিপণন, আন্তর্জাতিক বাজারের চাহিদানুযায়ী পণ্যের গুণগত মানোন্নয়ন, পণ্যের বাজার বহুমুখী করণ, বাজারে নিজেদের অবস্থান সুদৃঢ়করণ এবং বৈদেশিক মুদ্রা আহরণ ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নে অক্লান্ত পরিশ্রম পারফর্মেন্সের স্বীকৃতি হিসাবে এ জাতীয় রপ্তানি ট্রফি দেওয়া হয় ।
আকিজ গ্রুপের চেয়ারম্যান জনাব সেখ নাসির উদ্দিন (সিআইপি) বলেন, প্রতি বৎসরই এই পুরস্কার প্রতিটি শিল্প প্রতিষ্ঠানের শিল্প মালিককে উৎসাহ দেয়, উদ্দীপনা দেয় । কিন্তু উৎসাহ উদ্দীপনার পাশাপাশি উপযুক্ত পরিবেশ দরকার ।
আমাদের পাট শিল্প যে সমস্যার কারণে উঠতে পারছেনা সেগুলোকে সমাধান করতে সরকারকে এগিয়ে আসতে হবে ।
খুলনা গেজেট/ এএজে