শুক্রবার । ৩০শে জানুয়ারি, ২০২৬ । ১৬ই মাঘ, ১৪৩২

কালিগঞ্জে ঘুমের ওষুধ সেবনে যুবকের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা 

সাতক্ষীরার কালিগঞ্জে বিকাশ মন্ডল (৩০) নামে এক যুবক ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার ধলাড়িয়া ইউনিয়নের ড্যামরাইল গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার রাতের খাওয়া শেষ করে প্রতিরাতের ন্যায় ঘুমাতে যায় বিকাশ‌। মঙ্গলবার সকালে অনেক ডাকাডাকি করে সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা বিকাশের শয়নকক্ষে যেয়ে তাকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে গ্রাম্য চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন। তবে কী কারণে বিকাশ মন্ডল আত্মহত্যা করেছেন সে বিষয়ে নিশ্চিত নন পরিবারের সদস্যরা।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে বলে জানান তিনি।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন