শুক্রবার । ৩০শে জানুয়ারি, ২০২৬ । ১৬ই মাঘ, ১৪৩২

নিরীহ ফিলিস্তিনিদের উপর হামলা ও গণহত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

নিরীহ ফিলিস্তিনিদের উপর দখলদার ইসরাইলের বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ অক্টোবর) সাতক্ষীরা শহরের নিউ মার্কেটস্থ শহীদ স ম আলাউদ্দীন চত্বরে জেলা হাফেজ পরিষদ ও নিউ মার্কেটের ব্যবসায়ীদের আয়োজনে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

সাতক্ষীরা জেলা হাফেজ পরিষদের সভাপতি মাওলানা জুলফিকার আলির সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, জেলা হাফেজ পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মো.আবুল হোসেন, ব্যবসায়ী এস এম মোতালেব হোসেন, হাফেজ মাওলানা মো.জাহাঙ্গীর আলম, মুফতি হাফিজুর রহমান, মাওলানা রুস্তম আলী তাওহিদী, হাফেজ মাওলানা শাহাদাত হোসেন, মাওলানা জাকির হোসেন জাফরি, মাওলানা মনোয়ার হোসেন ফিরোজ, মাওলান তাওহিদুর রহমান, হাফেজ রোকনুজ্জামান বিপ্লবী প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিনে গণহত্যা চালাচ্ছে। সেখানে এখন শিশুদেরও কোনো নিরাপত্তা নেই। এখনই উচিত সারাবিশ্বকে এক হয়ে ইসরাইলকে থামানো এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা।

মানববন্ধন থেকে ফিলিস্তিনে ইসরাইলের গণহত্যার তীব্র প্রতিবাদ জানানো হয়। মানববন্ধন শেষে ফিলিস্তিনে শান্তি কামনায় দোয়া পরিচালনা করেন মুফতি হাফিজুর রহমান।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন