বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

এম নুরুল ইসলাম দাদু ভাইয়ের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক

ভাষা সৈনিক, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সকল গণতান্ত্রিক ও প্রগতিশীল আন্দোলনের বলিষ্ঠ নেতৃত্ব মহানগর বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মরহুম এম নুরুল ইসলাম দাদু ভাই এর তৃতীয় মৃত্যুবার্ষিকী  আজ (২১ অক্টোবর) শনিবার।

ভাষাসংগ্রামী এম নূরুল ইসলাম ১৯৩৪ সালের ২ মে খুলনা মহানগরীর বাবুখান রোড এলাকায় মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা মরহুম ডা. খাদেম আহমেদ এবং মা আসিয়া খাতুন। তিনি উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস করার পর ছাত্রজীবনে নিখিল বাংলা মুসলিম ছাত্রলীগের খুলনা শাখার সাধারণ সম্পাদক, ১৯৫২ সালে হক-ভাসানী-সোহরাওয়ার্দীর যুক্ত ফ্রন্টে, ১৯৫৭ সালে ন্যাপের খুলনা শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, ১৯৬২ সালে খুলনার জাহানাবাদ ইউনিয়নের চেয়ারম্যান, ১৯৬৮-৬৯’র ঐতিহাসিক গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেন।

একাত্তরের মহান মুক্তিযুদ্ধেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৭২ সালে ন্যাপের খুলনা মহানগর শাখার সভাপতি ও কেন্দ্রীয় সদস্য পদ পান। পরে ১৯৭৮ সালে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জাতীয়তাবাদী যুক্তফ্রন্টে যোগদান করেন। ১৯৭৯ সালে খুলনা মহানগর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির সদস্য পদ পান। ২০০১ সালে খুলনা-৪ আসন (রূপসা-তেরখাদা-দিঘলিয়া) থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

সবশেষ তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

এদিকে খুলনার রাজনৈতিক অঙ্গনের এক মহানায়ক, বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক সংসদ সদস্য ও বায়ান্নর ভাষা আন্দোলনের সৈনিক এম নুরুল ইসলাম দাদুভাই এর তৃতীয় মৃত্যুবার্ষিকীর দিনটি যথাযথ মর্যাদার সাথে পালন কর্মসুচি গ্রহণ করেছে খুলনা মহানগর ও জেলা বিএনপি। কর্মসুচির মধ্যে রয়েছে শনিবার বেলা ১১ টায় কেডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয় মরহুমের রাজনৈতিক জীবন এর ওপর আলোচনা সভা ও রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল। বাদজোহর মরহুমের কবর জিয়ারত করবে দলের নেতাকর্মীরা।

আলোচনা সভায় সভাপতিত্ব করবেন অ্যাডভোকেট শফিকুল আলম মনা। খুলনা মহানগর ও জেলা বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ, উপজেলা, থানা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ এবং অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছেন মহানগর বিএপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি।

এছাড়া মরহুমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর বিএনপির সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে শনিবার বেলা ১১.৩০ মিনিটে সোনাডাঙ্গা কেডিএ এভিনিউস্থ সোনাডাঙ্গা থানা বিএনপি কার্যালয়ে  আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন