মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

সুন্দরবনের অভয়ারণ্য থেকে নৌকাসহ ৬ জেলে আটক

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন  অভয়ারণ্যে ঢুকে মাছ শিকারের সময় ছয় জেলেকে আটক করেছে বনবিভাগ। রোববার (৮ অক্টোবর) রাতে বুড়িগোয়ালীনি স্টেশন অফিসার মোঃ হাবিবুল ইসলামের নেতৃত্বে দোবেঁকীর আগড়াকোনা, বালিঝাকি ও তবলাকাটা এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় আটক জেলেদের ব্যবহৃত ২টিসহ পরিত্যক্ত অবস্থায় আরও ৬টি নৌকা জব্দ করা হয়।
আটক জেলেরা হলো সাতক্ষীরার  শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের পাখিমারা গ্রামের সামছুর রহমান, সোহেল হোসেন, সুমন হোসেন, বকুল হোসেন, নজরুল ইসলাম ও মোসলেম আলী।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক(এসিএফ) ইকবাল হোসাইন চৌধুরী জানান, আটক জেলেরা নিষেধাজ্ঞা অমান্য করে অভয়ারণ্যে যেয়ে মাছ ধরছিল। অভিযানের বিষয়টি বুঝতে পেরে কিছু সংখ্যক জেলে বনের মধ্যে পালিয়ে যাওয়ায় তাদের নৌকাগুলো জব্দ করা হয়েছে। বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে আটক জেলেসহ নৌকাগুলোর বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন