মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

সাতক্ষীরায় শিশু ধর্ষণ চেষ্টা, একজনের তিন বছরের কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার কলারোয়ায় প্রথম শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টা মামলায় নেছার আলী সরদার (৪৫) নামের এক ব্যক্তিকে তিন বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেছে আদালত। এই সাথে তিন হাজার টাকা জরিমানা, অনাদায়ে, আরো তিনদিনের কারাদন্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক এমজি আযম এ রায় ঘোষণা করেন ।

সাজাপ্রাপ্ত আসামী নেছার আলী সরদার সাতক্ষীরার কলারোয়া উপজেলার ইলিশপুর গ্রামের মৃত মালেক সরদারের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, ২০১২ সালে প্রাইভেট পড়তে যাওয়ার সময় কলারোয়ার ইলিশপুর গ্রামের প্রথম শ্রেণির এক স্কুল ছাত্রীকে হাতধরে ঘরের মধ্যে নিয়ে যায় নেছার আলী। ঘরের মধ্যে তাকে ধর্ষণের চেষ্টা করলে শিশুটি চিৎকার দেয়। এসময় নেছার আলী তাকে ২ টাকা দিয়ে ঘটনাটি কাউকে বলতে নিষেধ করে। পরে শিশুটি বাড়ি ফিরে বিষয়টি তার মা কে জানায়। পরবর্তীতে স্ত্রীর কাছে বিষয়টি শুনে তার পিতা বাদী হয়ে কলারোয়া থানায় একটি মামলা দায়ের করে। রায় প্রদানের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/ এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন