মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

আশাশুনিতে বজ্রপাতে এক শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার আশাশুনিতে কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার কাদাকাটি ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের মিঠু সাহার মৎস্য ঘেরে এ ঘটনা ঘটে।

নিহতের নাম পলাশ মোড়ল(৪২)। তিনি সাতক্ষীরার আসার সময় উপজেলার কাটাকাটি ইউনিয়নের তেতুলিয়া গ্রামের মৃত মনতাজ আলী মোড়লের ছেলে।

কাদাকাটি ইউপি চেয়ারম্যান দিপংকর কুমার সরকার জানান, বৃহস্পতিবার সকালে পলাশ মোড়ল তেতুলিয়া বিলের মধ্যে মিঠু সাহার ঘেরে একাই শ্রমিক হিসাবে মাটির কাজ করছিলেন। বেলা সাড়ে ১০টার দিকে হঠাৎ বজ্রাপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় পাশের ঘেরে কাজ করা অপর এক শ্রমিক প্রকাশ সরকার বুঝতে পেরে তাকে উদ্ধার করে বাড়িতে খবর দেন।
আআশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) বিশ্বজিৎ কুমার অধিকারী ঘটনা শুনেছেন বলে জানান।

খুলনা গেজেট/ কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন