সাতক্ষীরায় ডাম্পার ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মটর সাইকেল চালক উপজেলা উপ-সহকারি কৃষি কর্মকর্তা নিহত হয়েছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পাটকেলঘাটা থানাধীন সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ত্রিশমাইল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম নীলকন্ঠ সরকার (৪৫)। তিনি খুলনার ডুমুরিয়া উপজেলার মাগুরখালি ইউনিয়নের আমুরবুনিয়া গ্রামের বিশ্বনাথ সরকারের ছেলে। তিনি সদর উপজেলা উপসহকারি কৃষি কর্মকর্তা হিসাবে কর্মরত ছিলেন বলে নিশ্চিত করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা প্লাবনী সরকার।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নীলকন্ঠ সরকার রাতে মটর সাইকেলে সাতক্ষীরা থেকে খুলনার ডুমুরিয়া এলাকায় নিজ বাড়িতে যাচ্ছিলেন। রাত সাড়ে ৮টার দিকে পাটকেলঘাটা থানাধীন সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ত্রিশমাইল এলাকায় পৌছালে মটর সাইকেলে চাকা পিছলে তিনি রাস্তার উপর পড়ে যান। এসময় পিছর দিক থেকে আসা দ্রুত গতির একটি ডাম্পার ট্রাক (খুলনা হ-১২-৭৪২২) নীলকন্ঠ সরকারকে চাপা দিয়ে চলে যায়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক রাশেদুজ্জামান তাকে মৃত ঘোষণা করেন। গাড়িতে থাকা ড্রাইভিং লাইসেন্স থেকে নিহতের পরিচয় জানা যায়।
পাটকেলঘাটা থানার এসআই কৃষ্ণপদ সমাদ্দার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে ১৬ চাকা বিশিষ্ট ডাম্পার ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি। নিহত ব্যক্তির মোটরসাইকেলটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। এব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
খুলনা গেজেট/এইচ