বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় বিয়ের প্রলোভনে ৭ম শ্রেণীর স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে পুলিশ মফিজুল ইসলাম (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। সোমবার সন্ধ্যায় জেলার কালিগঞ্জ উপজেলার মহৎপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মফিজুল কালিগঞ্জ উপজেলার মহৎপুর গ্রামের মেনা মোল্যার ছেলে।

নির্যাতিত ছাত্রীর মামা জানান, তার ভাগ্নি কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী। বসন্তপুর পোট গ্রামে খালুর বাড়িতে আসা যাওয়ার সুযোগে মফিজুল তার ভাগ্নির সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। একপর্যায়ে বিয়ের প্রলোভনে তার সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। বিষয়টি জানতে পেরে মফিজুলের বাবার সাথে বললে তারা তার ভগ্নিপতির পরিবারের সদস্যদেরকে নানাভাবে হুমকি ধামকি দিতে থাকে। না পেরে ছাত্রীর বাবা বাদি হয়ে কালিগঞ্জ থানায় একটি অভিযোগ করেন। পুলিশ মফিজুলকে গ্রেপ্তার করেছে।

কালিগঞ্জ থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হুসেইন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন