খুলনা, বাংলাদেশ | ১৪ পৌষ, ১৪৩১ | ২৯ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, আক্রান্ত ছাড়াল এক লাখ ১ হাজার
  জামালপুরে ব্রহ্মপুত্র নদে ডুবে তিন ভাইয়ের মৃত্যু
  সচিবালয়ে আগুনের তদন্ত চলমান থাকায় মানুষের চলাচল সীমিত করা হয়েছে, আলামত যেন নষ্ট না হয়, ক্রাইম সীন রক্ষায় এমন সিদ্ধান্ত : প্রেস সচিব
  শেরপুরে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৬

দেশব্যাপী ধর্ষণ ও শিশু নির্যাতনের প্রতিবাদে কেশবপুরে ন্যাশনাল প্রেস সোসাইটির মানববন্ধন

কেশবপুর প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জে নারীর প্রতি বর্বর নির্যাতনসহ দেশব্যাপী ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে কেশবপুরে ন্যাশনাল প্রেস সোসাইটি গণমাধ্যম ও মানবাধিকার সংস্থার উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

ন্যাশনাল প্রেস সোসাইটি গণমাধ্যম ও মানবাধিকার সংস্থার কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুলের সভাপতিত্বে সোমবার বিকালে পৌর শহরের শহীদ দৌলত বিশ্বাস চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ন্যাশনাল প্রেস সোসাইটি গণমাধ্যম ও মানবাধিকার সংস্থার কেশবপুর উপজেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক রাশেদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেশবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক মশিউর রহমান, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি কৃষ্ণপদ দাস, ন্যাশনাল প্রেস সোসাইটি কেশবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুস্ময় হাওলাদার বিকাশ, কেশবপুর প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক উৎপল দে এবং শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ফাহিম রেজা।

এসময় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মীর আজিজ হাসান, মঞ্জুরুল হোসেন ডাবলু, শিক্ষক মোঃ খায়রুল আনাম, কেশবপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মশিয়ার রহমান, কোষাধক্ষ্য শামসুর রহমান, সদস্য শাহিনুর রহমান সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল খালেক, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম লাল্টু, দপ্তর সম্পাদক আবুবক্কর সিদ্দিক, সহ-দপ্তর সম্পাদক রাকিবুল হাসান সুমন, সমাজ কল্যাণ বিষয়ক সচিব সঞ্জয় দাস, সংগঠনের কার্যনির্বাহী সদস্য আব্দুল কাদের, আবু সাঈদ, রবিন দাস, মোহাম্মদ জিয়াউর রহমানসহ সাংবাদিকবৃন্দ, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা ও বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!