সাতক্ষীরার দেবহাটায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেদ ধরে ভাইয়ে ভাইয়ে মারপিটের ঘটনায় দু’পক্ষের অন্তত ৭জন আহত হয়েছেন। সোমবার(২৮ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার চাঁদপুর শেখপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। আহতরা বর্তমানে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, চাঁদপুরের মৃত শেখ আবুল ফজলের চার ছেলের মধ্যে বড় ছেলে শেখ রিয়াজুল ইসলাম ও মেজ ছেলে শেখ আবু সাঈদের সাথে অপর দুই ছোটভাই শেখ আনারুল ইসলাম এবং শেখ খায়রুল ইসলামের পৈত্রিক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। রিয়াজুল ইসলাম ও আবু সাঈদ বসতবাড়ির যে স্থানে যাতায়াতের পথ দাবি করে আসছিলেন, সেই একই স্থান নিজেদের অংশ দাবি করে প্রাচীর দিচ্ছিলেন অপর দুই ভাই আনারুল ও খায়রুল। সোমবার দুপুরে এনিয়ে তাদের মধ্যে বাক বিতন্ডতার একপর্যায়ে তারা দেশীয় অস্ত্র নিয়ে মারপিটে জড়িয়ে পড়ে। এসময় প্রতিপক্ষের মারপিটে চার ভাই সহ তাদের স্ত্রী-সন্তান, বোন ও এক প্রতিবন্ধি ভাগ্নে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে গুরুতর আহতবস্থায় উদ্ধার করে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে দেবহাটা থানা পুলিশ। এদিকে মারপিটের ঘটনায় উভয় পক্ষের তরফ থেকে একে অপরকে বিবাদী করে দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছিল বলে জানা গেছে।
খুলনা গেজেট/কেডি