যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়ার অন্তত ৩০ কিশোরীর ১৬৪টি পর্নো ছবি পাওয়া গেছে সামির নামের এক তরুণের মোবাইল ফোন ল্যাপটপে। তার বাড়ি খুলনায়।
২৬ জুলাই গুলশান থানায় যুক্তরাষ্ট্র দূতাবাস তার বিরুদ্ধে সাধারণ ডায়েরির (জিডি) করে। ২১ আগস্ট নিজ বাড়ি থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। পরে আদালতের অনুমতিতে তাকে দুই দিন রিমান্ডে নিয়ে নেওয়া হয়।
রিমান্ডে সামির জানায়, এসব ছবি সংগ্রহে রাখা তার শখ ছিল। এগুলো তিনি বেচাকেনা করতেন না। রিমান্ড শেষে শনিবার সামিরকে কারাগারে পাঠানো হয়েছে।
সিটিটিসি কর্মকর্তারা জানিয়েছেন, সামির অনলাইনে সামাজিক যোগাযোগের অ্যাপ ডিসকর্ডে এসব কিশোরীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। এরপর ফাঁদে ফেলে তাদের নগ্ন ছবি সংগ্রহ করেছেন। খুলনা শহরের সোনাডাঙ্গা থানার নিউমার্কেট এলাকার ছেলে সামির রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের দ্বিতীয় বর্ষের ছাত্র।
জিডির তদন্ত তদারক কর্মকর্তা ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. সাইফুল ইসলাম বলেন, সামির ২০২১ সালে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও করোনার কারণে আর ক্লাস করেননি।
তিনি বলেন, সামির সম্প্রতি অস্ট্রেলিয়া যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। মা-বাবা তাকে বাইরে কোথাও যেতে দিতেন না। একাকিত্বের কারণে তার মোবাইল ফোনে আসক্তি তৈরি হয়।
খুলনা গেজেট/কেডি