মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

জামায়াতের খুলনা অঞ্চল প্রধান মুহাদ্দিস খালেক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক, সাতক্ষীরা জেলার সাবেক আমীর মুহাদ্দিস আব্দুল খালেককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সাতক্ষীরা সদর থানাধীন আগরদাড়ী ইউনিয়নের ধলবাড়িয়া গ্রামে বাড়ি থেকে তাকে আটক করা হয়। জামায়াতের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জম্মুার নামাজে যাওয়ার পর বাড়ির মসজিদ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খুলনা অঞ্চলের জামায়াত নেতৃবৃন্দ।

বিবৃতিদাতারা হলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, টিম সদস্য মাওলানা মশিউর রহমান ও মাস্টার শফিকুল আলম, খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান ও সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন ও সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সাতক্ষীরা জেলা আমীর হাফেজ মাওলানা রবিউল বাশার ও সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, বাগেরহাট জেলা আমীর মাওলানা রেজাউল করিম ও সেক্রেটারি শেখ মো. ইউনুছ।

 

খুলনা গেজেট/এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন