সাতক্ষীরায় মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. রাসেলকে (৩৩) গ্রেপ্তার করেছে র্যাব-৬। শনিবার (১২ আগস্ট) সাতক্ষীরা শহরের বিনেরপোতা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রাসেল সাতক্ষীরা সদরের বাসিন্দা।
র্যাব জানায়, মো. রাসেল সাতক্ষীরা জেলার মাদক কারবারি। তিনি দীর্ঘদিন যাবৎ সাতক্ষীরাসহ বিভিন্ন জেলায় মাদকের ব্যবসা পরিচালনা করে আসছিল। ২০১৩ সালে তাকে ডুমুরিয়া থানা পুলিশ বিপুল পরিমাণ মাদকসহ আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে। মামলার বিচারকার্য শেষে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় আদালত আসামি রাসেলকে যাবজ্জীবন সাজা প্রদান করেন। মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর থেকে রাসেল পলাতক ছিলেন। পরে র্যাব গোয়েন্দা তথ্যের মাধ্যমে রাসেলের অবস্থান নিশ্চিত করে। শনিবার তাকে শহরের বিনেরপোতা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৬ সাতক্ষীরার কোম্পানি কমান্ডার মেজর গালিব জানান, মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপন ছিলেন রাসেল। শনিবার তাকে গ্রেপ্তার হয়েছে। তাকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
খুলনা গেজেট/ বিএম শহিদুল