খুলনা, বাংলাদেশ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি, রাজি পাকিস্তান; ভারতের ম্যাচ দুবাইয়ে : বিসিবিআই সূত্র
  গুমের দায়ে আইনশৃঙ্খলা বাহিনীর ২২ সদস্য চাকরিচ্যুত, গুম কমিশনের সুপারিশে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে

সাতক্ষীরায় আওয়ামী লীগের সমাবেশ ও মোটরসাইকেল শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সারাদেশে জামায়াত-বিএনপির অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরায় আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ ও মটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামী লীগের আয়োজনে রোববার (৩০ জুলাই) বেলা ১১টায় শহরের শহিদ আব্দুর রাজ্জাক পার্কে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা একে ফজলুল হক’র সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ শহীদুল ইসলাম, শেখ সাহিদ উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, মোঃ আসাদুজ্জামান বাবু, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সাহাদাৎ হোসেন প্রমুখ।

প্রতিবাদ সমাবেশ শেষে শহরে একটি মটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহিদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়। এসময় জেলা, উপজেলা ও পৌর আওয়ামী লীগ, জেলা ছাত্রলীগ, জেলা যুবলীগ, জেলা মহিলা আওয়ামী লীগ, জেলা শ্রমিক লীগ, জেলা মৎস্যজীবীলীগ, জেলা তাঁতীলীগ, জেলা যুব মহিলা লীগ, জেলা স্বেচ্ছাসেবকলীগ, ইউনিয়ন আওয়ামী লীগসহ আওয়ামীলীগের অংগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, বিএনপি আবারো দেশে অগ্নি সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত হয়েছে। এজন্য আমাদের সব সময় সজাগ ও জাগ্রত থাকতে হবে। যে নির্দেশনা বাংলাদেশ আওয়ামী লীগ দেবে সেটা আমরা যথাযথভাবে পালন করবো। ১৪ সালে ও ১৮ সালে জামায়াত-বিএনপি আমাদের নির্বাচন করতে দেয়নি। জামায়াত বিএনপি নির্বাচন করতে দিতে চায় না। নির্বাচন করতে দিতে চায়ন না বলেই তারা সারা দেশে সন্ত্রাসী কর্মকান্ড ও অরাজগতা সৃষ্টি করছে। আমরা যদি সজাগ না থাকি তাহলে জামায়াত-বিএনপির দ্বারা এ দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে। আজকে মিথ্যাচার ও প্রপাগান্ডা করে এ দেশের ভাবমূর্তিকে বিদেশে নষ্ট করার চেষ্টা করছে। আমরা আশা করি আমাদের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনার হাত শক্তিশালী হবে। শেখ হাসিনা যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ একদিন তিনি লক্ষ্যে পৌঁছাবেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!