বৃহস্পতিবার । ২৯শে জানুয়ারি, ২০২৬ । ১৫ই মাঘ, ১৪৩২

যশোরে স্বেচ্ছাসেবক দলের বিভাগীয় মতবিনিময়

যশোর প্রতিনিধি

স্বেচ্ছাসেবক দলের খুলনা বিভাগীয় মতবিনিময় সভা যশোরে অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ সভা চলে। এর আগে বিএনপির প্রয়াত নেতা তরিকুল ইসলামের কবর জিয়ারত করে নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছা বক দলের কেন্দ্রীয় সহ সভাপতি জামির হোসেন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ডি জেড এম হাসান বিন শফিক সোহাগ, সহ সাধারণ সম্পাদক মোফাজ্জেল হোসেন লিটন, আকরাম হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান মুন্না, রবিউল ইসলাম ও খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক এসএম গালিব ইমতিয়াজ নাহিদ।

খুলনা বিভাগীয় সহসভাপতি শেখ তৈয়বুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি বলেন, ‘আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতা ধরে রাখতে দেশে বাকশালী শাসন কায়েম করেছে। ধর্ষণ, গুম, খুন, নির্যাতন-নিপীড়ন আর অপহরণের মাধ্যমে দেশে ভীতিকর পরিবেশ সৃষ্টি করেছে। নেতাকর্মীদের ষড়যন্ত্রমুলক মামলা দিয়ে হয়রানি করছে।’ এ থেকে মুক্তি পেতে তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

সভা শেষে স্বেচ্ছাসেবক দলের প্রয়াত সভাপতি শফিউল বারী বাবুর রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। সভায় যশোরসহ বিভাগের প্রতিটি জেলার নেতাকর্মীরা অংশ নেন।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন