মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

পাটকেলঘাটায় বেজির কামড়ে অসুস্থ হয়ে শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার পাটকেলঘাটায় বেজির কামড়ে অসুস্থ হয়ে   সপ্তম শ্রেণিতে পড়ুয়া সিমরিয়া পারভীন নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (২২ জুলাই) বিকাল ৫টার দিকে সাতক্ষীরার পাটকেলঘাটা থানার  বাইগুনি গ্রামে এ ঘটনা ঘটে।
বেজির কামড়ে অসুস্থ হয়ে মারা যাওয়া শিক্ষার্থী সিমরিয়া পারভিন (১৩) সাতক্ষীরার পাটকেলঘাটা থানার বাইগুনি গ্রামের ফারুক সরদারের মেয়ে। সে পাটকেলঘাটা আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী ছিল।
মৃতের  স্বজনরা জানান, এখন থেকে প্রায়  ৩ মাস আগে বাড়ির পাশে খেলা করার সময়  সিমরিয়া পারভিনকে একটি বেজিতে কামড় দেয়। বিষয়টি তার পরিবারকে জানালেও  তখন কোন গুরুত্ব দেওয়া হয়নি।
তারা আরো বলেন, শুক্রবার সন্ধ্যায় সিমরিয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় ডাক্তারের কাছে নেয়া হয়। পরে সেখানেই মারা যায় সে। শনিবার রাত ১২টার সময় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলুর রহমান মল্লিক বলেন, সিমরিয়া পারভিন আমাদের বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ছিল। তার মৃত্যুতে বিদ্যালয়ে রোববার একদিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ মানস কুমার বলেন, মেয়েটিকে অসুস্থ অবস্থায় একটি প্রাইভেট ক্লিনিকে আমার চেম্বারে আনা হয়েছিল। কিন্তু তার অবস্থা এতটাই খারাপ ছিল যে আমি তাকে কোন চিকিৎসা সেবা দিতে পারিনি।
খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন