মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২
রাজপ্রতাবের বাড়িতে ডা. রুহুল হক

কালিগঞ্জের নলতা স্কুল দ্রুত খোলার তাগিদ 

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার কালিগঞ্জের নলতা মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে সৃষ্ট অচলবস্থা দূর করতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ জুলাই) বেলা ১১ টায় বিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত  সমাবেশে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা পরিষদের  সভাপতি ও সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক।
তারালী ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কালিগঞ্জ  উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, থানার অফিসার ইনচার্জ মামুন রহমান, উপজেল মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, অবসরপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য সাবেক প.প কর্মকর্তা ডাঃ আকছেদুর রহমান, নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিছুজ্জামান খোকন, সাধারণ সম্পাদক আবুল হোসেন পাড়, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শিক্ষক গাজী মিজানূর রহমান, নিহত রাজপ্রতাপের জ্যাঠা দেবীরঞ্জন দাস।
 অভিভাবক সমাবেশে  বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবক, বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় অতিথিবৃন্দ শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে অতিদ্রুত পাঠদানের ব্যবস্থা করার পাশাপাশি স্কুল চলাকালীন সময়ে যাতে কোন শিক্ষার্থী বাইরে না যেতে পারে, কোন শিক্ষার্থী স্কুলে না আসলে অভিভাবককে অবগত করাসহ শিক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য স্কুল কর্তৃপক্ষকে পরামর্শ প্রদান করেন।
প্রধান অতিথি বলেন, স্কুলের শিক্ষার্থী রাজপ্রতাপ দাসের মৃত্যুর বিষয়টি তদন্তপূর্বক ন্যায়বিচার নিশ্চিত করা হবে এবং ম্যানেজিং কমিটি ও শিক্ষকদের সাথে আলোচনা করে দ্রুত স্কুল খোলার ব্যবস্থা করা হবে।
এর আগে সকালে নলতা মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি ডাঃ আফম রুহুল হক এমপি নিহত স্কুল ছাত্র রাজাপ্রতাপ দাসের বাড়িতে যান। তিনি নিহতের বাবা-মা সহ পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং তাদেরকে সান্তানা প্রদান করেন।  একই সাথে ঘটনার সুষ্ঠু তদন্ত পূর্বক  হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন