সাতক্ষীরায় বনবিভাগের কাছ থেকে কাঁকড়া ধরার অনুমতি নিয়ে সুন্দরবনে ঢুকে হরিণ শিকার এবং বিষ দিয়ে মাছ ধরার অভিযোগে দুই জেলেকে আটক করেছে সাতক্ষীরা রেঞ্জের কোবাদক টহল ফাঁড়ির সদস্যরা। শুক্রবার (২১ জুলাই) ভোর রাত ২টার দিকে সুন্দরবনের আন্দারমানিক খাল থেকে তাদেরকে আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে জব্দ করা দুই বোতল বিষ, ৫টি হরিণ শিকারের ফাঁদ, নিষিদ্ধ ভেষালী জাল, ২০ কেজি কাঁকড়া ও ২টি নৌকা।
আটক দুই জেলেরা হলেন খুলনা জেলার কয়রা থানার ছোট আংটিহারা গ্রামে মৃত সিরাজুল গাজীর ছেলে সাদ্দাম গাজী ও মজিদ মোড়লের ছেলে নূরুল হুদা।
বনবিভাগ সূত্রে জানা যায়, সাদ্দাম গাজী ও নূরুল হুদা বনবিভাগের কাছ থেকে কাঁকড়া ধরার অনুমতি নিয়ে সুন্দরবনে যায়। বেশ কয়েকজন জেলে সুন্দরবনের আন্দারমানিক খালে বিষ প্রয়োগ করে মাছ ধরছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর রাত ২টার দিকে বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জের কোবাদক স্টেশন অফিসার (এসও) মোবারক হোসেনের নেতৃত্বে বনকর্মীরা গহীন সুন্দরবনের আন্দারমানিক খালে অভিযান চালায়। এসময় সেখান থেকে দুই বোতল বিষ, ৫টি হরিণ শিকারের ফাঁদ, নিষিদ্ধ ভেষালী জাল, ২০ কেজি কাঁকড়া ও ২টি নৌকা সহ ওই দুই জেলেকে আটক করা হয়।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) কে.এম ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে শুক্রবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
খুলনা গেজেট/এমএম