সাতক্ষীরার শ্যামনগরে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্টে ও সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ জুলাই) ভোর রাত ৩টার দিকে উপজেলার ছোটভেটখালী ও বৃহস্পতিবার (২০ জুলাই) রাত ১১টার দিকে কালিকাপুর এলাকায় এইঘটনা ঘটে।
বিদ্যুৎস্পৃষ্টে নিহতের নাম তরিকুল ইসলাম (৩৫)। তিনি শ্যামনগর উপজেলার ছোটভেটখালী গ্রামের মৃত মতিয়ার রহমান গাজীর ছেলে ও সড়ক দুর্ঘটনায় নিহত নারীর নাম তাহমিনা বেগম (৫০)। তিনি উপজেলার গোবিন্দপুর (কাঁচিহারানিয়া) গ্রামের বরকত আলী সরদারের স্ত্রী।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শ্যামনগর উপজেলার ছোটভেটখালী গ্রামে শুক্রবার ভোর রাত ২টার দিকে তরিকুল ইসলামের শয়নঘরে রক্ষিত টেবিল ফ্যানটি হঠাৎ বন্ধ হয়ে যায়। এসময় ঘুমের ঘোরে টেবিলফ্যানটি মেরামত করার সময় বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয় সে। দ্রæত তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
এদিকে বৃহস্পতিবার রাতে গৃহবধূ তাহমিনা বেগম শ্যামনগরে আত্মীয়ের বাড়ী থেকে গোবিন্দপুর (কাঁচিহারানিয়া) গ্রামে নিজ বাড়িতে ফিরছিলেন। পতিমধ্যে রাত ১১টার দিকে উপজেলার কালিকাপুর দাউদের বাড়ি সংলগ্ন রাস্তার উপর পৌছালে দ্রæতগতির একটি মটর ভ্যানের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। আহত গৃহবধূকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ সিরুজ্জামান তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবারের বরাত দিয়ে কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান গাজী আনিছুজ্জামান জানান, শ্যামনগরে অসুস্থ্য ভাইয়ের বাড়ী থেকে নিজ বাড়ীতে ফেরার পথে একটি মোটর ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হয় তাহমিনা বেগম। তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল কালাম আজদ পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্টে ও সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
খুলনা গেজেট/এমএম