মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দান্ডাদেশপ্রাপ্ত সাতক্ষীরা -২ আসনের জামায়াত দলীয় সাবেক সংসদ সদস্য মাওলানা আব্দুল খালেক মন্ডল মারা গেছেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২০ জুলাই) বিকাল ৫টা ৫৫ মিনিটে তিনি মারা যান। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
জামায়েত নেতা নুরুল আফসার জানান, জামায়াত নেতা মাওলানা আব্দুল খালেক মন্ডল ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা -২ আসন থেকে জামায়াত দলীয় প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। মানবতাবিরোধী অপরাধ মামলায় ফাঁসি দন্ডাদেশপ্রাপ্ত হয়ে তিনি সাতক্ষীরা কারাগারে অন্তরিন ছিলেন। চলতি মাসের ৭ তারিখে তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনীতির হতে থাকায় গত সপ্তাহে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকাল ৫টা ৫৫ মিনিটে তিনি মারা যান।
শুক্রবার বাদ জুম্মা জানাজা নামাজ শেষে সাতক্ষীরা সদর উপজেলার খলিলনগর বৈকারী গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
খুলনা গেজেট/কেডি