মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

ভোমরা স্থল বন্দরে ট্রাক চাপায় শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর এলাকায় বাংলাদেশী ট্রাকের চাপায় এক শ্রমিক নিহত হয়েছে। বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে এঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় যশোরে নিয়ে যাওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকালে তার মৃত্যু হয়। নিহত ওই শ্রমিকের নাম রাজ(১৭)। সে যশোরের ঝুমঝুমপুর এলাকার রাজা আলীর ছেলে।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুরে মালামাল আনলোডকৃত একটি ট্রাকের চাপায় গুরুতর আহত হয় ট্রাকের হেলপার। তাৎক্ষণিক স্থানীয়রা আহত শ্রমিককে উদ্ধার করে যশোরে নিয়ে যায়। পরে খবর পাওয়া যায় আহত ওই শ্রমিকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় জড়িত ওই ট্রাক বর্তমানে পুলিশ আটক করে রেখেছে।

খুলনা গেজেট/ বিএম শহিদ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন