খুলনা, বাংলাদেশ | ২২ পৌষ, ১৪৩১ | ৬ জানুয়ারি, ২০২৫

Breaking News

  নড়াইলে পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক নিহত, আহত ২
  চিকিৎসার জন্য আগামীকাল লন্ডন যাবেন খালেদা জিয়া : ফখরুল; কাতার আমিরের পাঠানো ‌‌’বিশেষ এয়ার এম্ব্যুলেন্স’ বিমানে যাবেন তিনি

ধর্ষণ ও যৌন নিপীড়নের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি

দেশব্যাপী অব্যাহত ধর্ষণ ও যৌন নিপীড়নের প্রতিবাদে এবং ধর্ষকদের ফাঁসির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দ। শনিবার বিকালে শহরের আব্দুর রাজ্জাক পার্কস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তৃতা করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ও কন্ঠশিল্পী আবু আফফান রোজ বাবু, সাধারণ সম্পাদক শামিমা পারভীন রত্না, কন্ঠশিল্পী চৈতালী মূখার্জী, মহিলা কাউন্সিলর ফারহা দীবা খান সাথী প্রমূখ।

বক্তারা এ সময় নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন ও সিলেটে এমসি কলেজে নববধূকে গণধর্ষণসহ দেশব্যাপী অব্যাহত ধর্ষণ ও যৌন নিপীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা এ সময় ধর্ষণের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান। একই সাথে তারা ধর্ষণ ও যৌন নিপীড়নে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানান। পরে সাংস্কৃতিক কর্মীরা সেখানে দেশাত্ববোধক গান ও কবিতা পরিবেশন করেন।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!