মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

১৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ি আটক

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার কলারোয়া থেকে ১৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চট্টগ্রামের বাঁশখালী এলাকার চিহ্নিত মাদক ব্যবায়ি জাহাঙ্গীর আলমকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। রোববার (৯ জুলাই) ভোর রাতে কলারোয়া উপজেলার গয়ড়া বাজারস্থ চন্দনপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়।

আটক মাদক ব্যবসায়ি জাহাঙ্গীর আলম (২৮) চট্টগ্রাম জেলার গুনাগুরী থানার বাঁশখালী এলাকার মৃত মীর মোহাম্মদের ছেলে।

ডিবি পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা পুলিশের একটি বিশেষ অভিযানিক দল রোববার ভোর রাতে কলারোয়া উপজেলার গয়ড়া বাজারস্থ চন্দনপুর এলাকায় অভিযান চালায়। এসময় চন্দনপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে মাদক ব্যবসায়ি জাহাঙ্গীর আলমকে আটক করা হয়। পরে তার দেহে তল্লাশী চালিয়ে ১৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। যার আনুমানিক মূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি তারেক ফয়সাল ইবনে আজিজ বিষয়টি নিশ্চিত করে জানান, আটক মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে কলারোয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামালা দায়ের করা হয়েছে। দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

খুলনা গেজেট/এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন