বৃহস্পতিবার । ২৯শে জানুয়ারি, ২০২৬ । ১৫ই মাঘ, ১৪৩২

অভয়নগরে চাঁদাবাজী ও প্রতারণার অভিযোগে সংবাদ সম্মেলন

অভয়নগর প্রতিনিধি

যশোরের অভয়নগরে দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি ও সাপ্তাহিক জীবন স্্েরাত পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক পরিচয়দানকারী কথিত সাংবাদিক কাম হোমিও চিকিৎসক মো. বদরুজ্জামানের বিরুদ্ধে চাঁদাবাজী ও প্রতারণার অভিযোগে সংবাদ সম্মেলন হয়েছে। শুক্রবার বিকালে নওয়াপাড়া প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জহিরুল ইসলাম মিঠু। তিনি তাঁর লিখিত বক্তব্যে বলেন, আমাকে সাপ্তাহিক জীবন স্্েরাত পত্রিকার সাংবাদিক বানিয়ে আমার নাম ব্যবহার করে বদরুজ্জামান আমার পরিবারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ পরিবেশন করেছে।

তিনি তাঁর লিখিত বক্তব্যে আরও বলেন, বদরুজ্জামান বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানার বাসিন্দা। জীবিকার তাগিদে নওয়াপাড়ায় আসেন। এরপর নূরবাগ বস্তাপট্টিতে শুরু করেন হোমিও চিকিৎসা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সাপ্তাহিক জীবন স্রোত পত্রিকার স্টাফ রিপোর্টার কামরুজ্জামান মিলন, আনাস হোসেন, এজাজ আহম্মেদ অপু, বাশার প্রমুখ।

খুলনা গেজেট/এমবিএইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন