মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

তালায় বাল্যবিয়ের হাত থেকে মুক্তি পেল চতুর্থ শ্রেণির ছাত্রী

তালা প্রতিনিধি

সাতক্ষীরার তালায় বাল্যবিয়ের হাত থেকে মুক্তি পেল চতুর্থ শ্রেণির এক ছাত্রী। বর্তমানে ওই মেয়েকে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার হেফাজতে রাখার পরামর্শ দিয়েছেন তালা উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আরাফাত হোসেন। তবে মেয়ের পিতা পলাতক রয়েছে। তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের সুজনসাহা গ্রামে এ ঘটনা ঘটে।

তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার জানান, বেশ কিছুদিন ধরে ওই ছাত্রীকে বিয়ে দিতে মরিয়া তার বাবা। ইতোপূর্বে দুই বার ছেলে পক্ষ তাকে দেখে গেছে। শুক্রবার তাদের বাড়িতে ছেলে পক্ষ আসার কথা ছিল। অথচ মেয়েটি কোনভাবে বিবাহ করতে রাজি না। সে পড়াশুনা চালিয়ে যেতে চায়। শুক্রবার সকালে তার বিয়ের খবর জানতে পেরে তিনি স্থানীয় কিশোর কিশোরী ক্লাবের আবৃত্তি শিক্ষক শেফালি দাসকে ওই বাড়িতে পাঠান।

এ সময় মেয়েটি ভয়ে ওই শিক্ষকের সাথে তাদের বাড়িতে চলে আসে। পরে বিষয়টি তালা উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আরাফাত হোসেন, তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী রেজাউল করিম ও ইসলামকাটি ইউপি চেয়ারম্যান গোলাম ফারুককে অবহিত করা হয়।

এসময় উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আপাতত ওই মেয়েকে মহিলা বিষয়ক কর্মকর্তার হেফাজতে রাখার পরামর্শ প্রদান করেন।

তালা উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আরাফাত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন