বৃহস্পতিবার । ২৯শে জানুয়ারি, ২০২৬ । ১৫ই মাঘ, ১৪৩২

সাতক্ষীরায় কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক নিহত

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। আহত হয়েছে মোটরসাইকেলের আরোহী। বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে পাটকেলঘাটা থানাধীন সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ত্রিশমাইল এলাকায় পেট্রোল পাম্পের কাছে এ ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল চালকের নাম ইমরান হোসেন (২৫)। তিনি পাটকেলঘাটা থানার পাঁচপোতা গ্রামের মোঃ আব্দুল লতিফের ছেলে। আহত আরোহী আসাদুল ইসলাম (৩৫) একই গ্রামের আনিছ মোড়লের ছেলে।

পুলিশ জানায়, ইমরান হোসেন মোটরসাইকেলে পাটকেলঘাটা থেকে বিনেরপোতার দিকে আসছিল। পথিমধ্যে পাটকেলঘাটা থানাধীন সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ত্রিশ মাইল এলাকার পেট্রোল পাম্পের কাছে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান তাদের মোটর সাইকেলটিকে চাপা দেয়। এতে কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয় চালক ইমরান হোসেন। গুরুতর আহত হয় আরোহী আসাদুল ইসলাম। তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে স্থানীয় জনতা পাটকেলঘাটা এলাকায় কাভার্ড ভ্যানটি আটক করে পুলিশে সোপর্দ করে।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ ওয়াহেদ মোরশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছন।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন