মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

সাতক্ষীরায় পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

গেজেট ডেস্ক

সাতক্ষীরার কলারোয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। আজ বুধবার সকাল ৬টার দিকে সাতক্ষীরা-যশোর সড়কের কাজীরহাট ও একই এলাকার শাকদায় পৃথক এ ঘটনা ঘটে।

সাতক্ষীরার কলারোয়া থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, শাকদা গ্রামের মাহমুদ কলি মোটরসাইকেল নিয়ে কলারোয়া সদরে আসছিলেন। পথিমধ্যে শাকদা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। ঘটনাস্থলে তিনি মারা যান।

অপরদিকে একই সড়কের কাজীরহাট এলাকায় সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা বাজারের ব্যবসায়ী তয়াপ কারিগর যশোরের বাগআচড়া বাজারে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা দেন। ঘটনাস্থলে তিনি মারা যান।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন