সাতক্ষীরার কালিগঞ্জে পুলিশ পরিচয়ে অভিনব কায়দায় এক মুদি দোকানির নিকট থেকে ৩৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছে এক প্রতারক। মঙ্গলবার (২৩ মে) দুপুরে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের গড়েরহাটখোলা বাজারে এ ঘটনা ঘটে ।
ভুক্তভোগী ব্যবসায়ী ইকবাল হোসেন জানান, মঙ্গলবার বেলা ১২ টার দিকে পুলিশ স্টিকার লাগানো পালসার মোটর সাইকেল নিয়ে এক ব্যক্তি তার দোকানে যান। জিসান নাম উল্লেখ করে ওই ব্যক্তি নিজেকে কালিগঞ্জ থানার স্টাফ হিসেবে পরিচয় দেন এবং রেশনের চিনি ক্রয়ের প্রস্তাব দেন। এতে সম্মত হয়ে ৭ বস্তা রেশনের চিনির মূল্য হিসেবে ৩৫ হাজার টাকা গ্রহণ করেন তিনি। থানা থেকে চিনি ও ভাউচার নেয়ার জন্য আমার ছোট ভাই আজগর হোসেনকে ওই ব্যক্তির সাথে পাঠাই। কালিগঞ্জ সার্কেল অফিস মোড়ে পৌছে আমার ছোট ভাইকে মোটর সাইকেল থেকে নামিয়ে থানার ভিতর থেকে চিনি আনতে যাচ্ছেন জানিয়ে তাকে সখানে অপেক্ষা করতে বলেন। এরপর হেলমেট পরিহিত ব্যক্তি থানার গেট দিয়ে ভিতরে প্রবেশ করেন। চিনি নেয়ার জন্য দীর্ঘক্ষণ থানার সামনে অপেক্ষা করলেও পরে ওই ব্যক্তির আর সন্ধান পাওয়া যায়নি।
পরে ছোট ভাই মুঠোফোনের মাধ্যমে বিষয়টি আমাকে অবগত করলে থানায় এসে জানতে পারি পুলিশ পরিচয় দানকারী ওই ব্যক্তি থানার কোনো স্টাফ নন এবং জিসান নামে কোনো পুলিশ সদস্য বর্তমানে কালিগঞ্জ থানায় কর্মরত নেই। সম্পূর্ণ প্রতারণার মাধ্যমে ওই প্রতারক ৩৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছে বলে নিশ্চিত হন ব্যবসায়ী ইকবাল হোসেন।
এ ব্যাপারে জানতে চাইলে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মামুন রহমান বলেন, ভুক্তভোগী ব্যবসায়ীর নিকট থেকে বিষয়টি জানতে পেরেছি। যেহেতু প্রতারণার সাথে জড়িত ব্যক্তি থানার ভিতরে প্রবেশ করেছে সেজন্য সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাকে শনাক্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের চেষ্টা করছি।
খুলনা গেজেট/কেডি